• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

রাজনীতি

জোটের সাথে সমঝোতা আজকালের মাঝেই: ওবায়দুল কাদের

  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০২৩

জোটের সাথে সমঝোতা অবশ্যই হবে, আজকালের মাঝেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

এ সময় তিনি বলেন, জোটের প্রত্যাশা আর বাস্তবতার সাথে মিল রেখেই সিদ্ধান্ত নেয়া হবে। জোট নেতারা যেসব আসনে দাঁড়াবেন, সেখানে স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার কোনো নির্দেশনা দেয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের।

এর আগে সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের জানান, বাংলাদেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে। দেশে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন গণতন্ত্রের প্রাণ। গণতন্ত্রকে সুশৃঙ্খল রাখতে শেখ হাসিনা কাজ করছেন। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads